Sylhet Today 24 PRINT

ডেঙ্গু: সিলেটে ২৪ ঘণ্টায় ৩২জন হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  সিলেট বিভাগে আরও ৩২জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও একই সময়ে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৬ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পৌঁছে গেছে ৩৯ হাজারের কাছাকাছি; এর মধ্যে চলতি অগাস্ট মাসের প্রথম নয় দিনেই ২০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অ্যান্ড অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সংখ্যা আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যার চেয়ে বেশি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ২ হাজার ২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৬৫ জন জন ডেঙ্গু রোগী, আগের দিন এই সংখ্যা ছিল ৯৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সারা দেশে মোট ৯ হাজার ৪২০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪০টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ২৫৮ জন। আর দেশের বাকি এলাকায় বিভিন্ন হাসপাতালে মোট ৪ হাজার ১৬২ জন এখন ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে গেছেন। এসব জেলায় ভর্তি হয়েছেন মোট ২৭৭ জন নতুন রোগী।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, খুলনা বিভাগে ১২৬ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন গত ২৪ ঘণ্টায়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৮৮৩ জন এবং ঢাকার বাইরে ৬৩৬ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে হেলথ ইমারজেন্সি অ্যান্ড অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.