Sylhet Today 24 PRINT

চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৯

পুরনো ছবি

কোরবানির পশুর চামড়ার দাম একেবারে কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘যখনই আমরা কোনও উদ্যেগ গ্রহণ করি তখনই এটার বিরুদ্ধাচারণ করা হয়।’

বুধবার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঈদের আগে মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে সভা করে আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম, ঈদের দিন দাম এমন কমে আসলো যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমরা কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি।’

টিপু মুনশি বলেন, ‘ব্যবসায়ীরা বলছেন, এটা করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আজ তারা নিজেরা সভা ডেকেছেন, দেখি কী সিদ্ধান্ত নেন। এরপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে কোনোভাবেই চামড়া শিল্পকে আমরা ধ্বংস করতে দিতে পারি না।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের কোরবানির ঈদে চামড়ার অস্বাভাবিক দরপতন ও চামড়ার ক্রেতা না পাওয়ায় অনেক এলাকায় চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়। সিলেট, ঢাকা, চট্টগ্রামসহ অনেক এলাকায় চামড়া রাস্তায় ফেলে দেওয়াও হয়, সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় ৯০০ চামড়া মাটিচাপা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.