Sylhet Today 24 PRINT

সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের সমস্যা হলে ব্যবস্থা: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চামড়া শিল্পের সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত থাকলে আমরা তা খতিয়ে দেখবো। সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের কোনও সমস্যা হলে অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ আগস্ট) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় সড়ক-মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদ গেলো গত পরশু দিন। এই স্বল্প সময়ের মধ্যে এসব ব্যাপারে মূল্যায়নের সময় আসেনি। চামড়া শিল্পে অপরাধমূলক কাজ হলে সরকার তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, সরকারের একজন নেতার সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কমেছে।

এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ওদেরতো (বিএনপি) কোনো কাজ নেই। তারা তো ঢালাও অভিযোগ করে। তথ্য প্রমাণসহ তাদেরকে বলতে হবে, সরকারের কোন ব্যক্তির সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের সমস্যা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.