Sylhet Today 24 PRINT

মাহী বি চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ

অর্থপাচারের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৯

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে বিকল্পধারার যুগ্ম মহাসচিব সংসদ সদস্য এবং বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

এর আগে, দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে ২৫ আগস্ট ফের তলব করে দুদক।

এর আগে, গত রোববার (৪ই আগস্ট) মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিনের সই করা আলাদা নোটিশে এ দম্পতিকে ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

যুক্তরাষ্ট্রে শতকোটি টাকা পাচারের অভিযোগে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী লোপার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, মাহী ও তার স্ত্রী লোপা বিভিন্ন সময়ে শত কোটি টাকা আমেরিকায় পাচার করেছেন, অজ্ঞাত খাত থেকে আয়ের টাকা কৌশলে বিদেশে নিয়ে গেছেন।

বিএনপির শাসনামল ও বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহারের করে তারা অবৈধ অর্থের মালিক হয়েছেন বলে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে। এসব অভিযোগ দুদকে এলে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.