Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল মামুন সিআইডির নতুন প্রধান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৯

বাংলাদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

ইতোপূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে কর্মরত ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে।

এদিকে, সিআইডির বর্তমান প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে দুজনকে। তারা হলেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেন।

      

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.