Sylhet Today 24 PRINT

ইসির সহকারী পরিচালক আশাদুল সাময়িক বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

প্রশাসনিক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগের সহকারী পরিচালক মো. আশাদুল হককে সাময়িক বরখাস্ত করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কিছু প্রশাসনিক অনিয়মের অভিযোগে আশাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।’

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে আশাদুল হক বলেন, ‘এগুলো কিছু না, সরকারি চাকরি করতে গেলে এগুলো হবেই। তবে কেন সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা জানি না। এটা প্রতিষ্ঠানই ভালো জানে।’

এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে ইসির চার কর্মকর্তাকে বদলি করা হয়। এরই মধ্যে আশাদুল হককে সাময়িক বরখাস্ত করা হলো।

বদলির প্রজ্ঞাপন থেকে জানা যায়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের পদ থেকে মোস্তফা ফারুককে সরিয়ে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মো. নুরুজ্জামান তালুকদারকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে ইটিআইয়ের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এসএম আসাদুজ্জামানকে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালকের পদ থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে এবং মোহা. ইসরাইল হোসেনকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদে নির্বাচনী প্রশিক্ষণের নামে অর্থ লোপাটসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই ইসির এ চার কর্মকর্তা বদলি ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.