Sylhet Today 24 PRINT

আগস্টে রেমিটেন্স এসেছে ১৪৮২ মিলিয়ন ডলার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

ঈদের পর রেমিটেন্স পাঠানোয় কিছুটা ভাটা পড়েছে। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে প্রায় ১১৫ মিলিয়ন ডলার কম রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৪৮২ দশমিক ৮৪ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। আগের মাস জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছিল ১ হাজার ৫৯৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার।

তবে ২০১৮ সালের আগস্টের তুলনায় ৭১ মিলিয়ন ডলার বেশি এসেছে এবার। গত বছরের আগস্টে প্রবাসীরা ১ হাজার ৪১১ দশমিক ৫ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন।

প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে কোনও অর্থই আসেনি। সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৫৯ মিলিয়ন ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ মিলিয়ন ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ হাজার ৮৭ মিলিয়ন ডলার। ২৯৩ মিলিয়ন আসায় বরাবরের মত এবারও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ১২ মিলিয়ন ডলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.