Sylhet Today 24 PRINT

১২ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ভারতে পাচার ৪ যুবক

বেনাপোল প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

অবৈধ পথে ভারতে পাচার হয়ে ১২ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ৪ বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) বিকালে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ।

কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন ।

ফেরত আসা যুবকরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরবি গ্রামের লিয়াকত আলীর ছেলে আসাদুল (২২), বাকি সবাই একই গ্রামের নবাব আলীর ছেলে আরিফ খান (২৪), জিন্নাত আলীর ছেলে পয়সা খান (২৯) ও সাত্তার মিয়ার ছেলে জাহিদ (২৩)।

জানা যায়,  কাজের আশায় ১২ বছর আগে দালালের খপ্পরে পড়ে তারা ভারতে পাচার হয়। পরে দালালরা তাদের কোলকাতা স্টেশনে ফেলে আসলে সেখানে থেকে কোলকাতা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে তারা বিভিন্ন মেয়াদে জেল খেটে ১২ বছর পর আজ স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় দেশে ফিরেছে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে কোম্পানী কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম  জানান, ১২ বছর আগে এসব যুবক ভারতে পাচার হয়ে আজ দেশে ফিরলে বিজিবি সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তর করেছে। পরে পোর্ট থানা পুলিশ তাদের নিজেদের জিম্মায় নিয়ে নিজ নিজ অভিভাবকদের কাছে তাদেরকে তুলে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.