Sylhet Today 24 PRINT

শার্শায় আলোচিত ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ ও আলামত সংগ্রহ

যশোর প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শার লক্ষণপুরে গৃহবধূ গণধর্ষণ মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) নিকট হস্তান্তরের পর কার্যক্রম শুরু করেছেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে পিবিআই'র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটিমের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে।

পিবিআই যশোরের পরিদর্শক মোনায়েম খান জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা আধুনিক বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করছেন। তারা আশা করছেন তদন্ত শেষে খুব দ্রুত তারা এ ব্যাপারে রিপোর্ট প্রদান করতে পারবেন।

গত ৩ সেপ্টেম্বর শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের এক নারী অভিযোগ করেন ২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে স্থানীয় গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই খায়রুল আলম ও তার সোর্স কামরুল তাকে ধর্ষণ করে। এসময় লতিফ ও কাদের নামে দুইজন তার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল।  ৩ সেপ্টেম্বর রাতেই এ ঘটনায় মামলা ও অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ। তবে মামলায় প্রধান অভিযুক্ত এসআই খায়রুল আলমকে আসামি না করে বাকি তিনজনকে করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.