Sylhet Today 24 PRINT

টোল আদায়ে সমঝোতা সই হলেও ফি নির্ধারিত হয়নি: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, সবেমাত্র সেতুতে টোল আদায়ে সমঝোতা সই হয়েছে। এটা চুক্তি পর্যন্ত গড়াতে অনেক সময় লাগবে। এখনও টোলের ফির বিষয়টি নির্ধারণ হয়নি। আলাপ-আলোচনাও হয়নি। কাজেই ফি ডাবল নাকি ট্রিপল হবে সেটা কী করে অনুমান করা হয়?

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে পদ্মাসেতুতে যমুনা সেতুর দ্বিগুণ হারে টোল আদায়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীর বনানীর সেতু ভবনে পদ্মা সেতু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের বিষয়ে কোরিয়ান এক্সপ্রেস করপোরেশনের সঙ্গে সমঝোতা সই অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন।

চুক্তি অনুযায়ী, কোরিয়ান এক্সপ্রেস করপোরেশনের একটি কারিগরি টিম পদ্মাসেতু এলাকা পরিদর্শন করে সেতুর রক্ষণাবেক্ষণ পদ্ধতি, প্রয়োজনীয় জনবলসহ সমন্বিত একটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করবে। তারা সেতুর রক্ষণাবেক্ষণে ট্রাফিক ইনফরমেশন অ্যাপলিকেশন চালু করবে। এ পদ্ধতিতে প্রতিমুহূর্তে সড়ক, সেতু ও এর আওতাধীন অন্য যেকোনো অবস্থানে থাকা যানবাহন সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য ডিভাইসের মাধ্যমে জানা যাবে।

ছাত্রলীগ নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীই দেখছেন। কাজেই এ বিষয়ে আমার কথা বলা যুক্তিযুক্ত হবে না। আপনারা কি মনে করেন দেশের অন্যান্য ইস্যুর তুলনায় ছাত্রলীগ ইস্যু এখন প্রাধান্য পায়?

ভারতের আসামে নাগরিক তালিকা থেকে বাদপড়াদের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা ভারত সরকারের কাছে যখন এ বিষয়ে তাদের মতামত জানতে চাই তখন তারা আমাদের জানিয়েছেন এতে কোনও উদ্বেগের কারণ নেই। আমরা তাদের কথায় আশ্বস্ত থাকছি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

রংপুর উপনির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে রংপুরের আসনটি জাতীয় পার্টির ছিল। এখন তারা যদি সেই সূত্র ধরে আসনটি দাবি করেন সেটি আমরা বিবেচনা করে দেখবো। তবে এ বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। সেখানে আমাদের দলীয় প্রার্থী রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.