Sylhet Today 24 PRINT

আজ থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ন্যায্যমূল্যে ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকেই খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

পেঁয়াজের  ঊর্ধ্বগতি রোধের উদ্দেশ্যে, রোববার (১৫ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন ও সুদের হার কমানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠানো হয়েছে।

তবে, কত টাকা দরে, কয়টি পয়েন্টে ন্যায্যমূল্যে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.