Sylhet Today 24 PRINT

বাড়ির ভেতরে ১৭টি বাচ্চা নিয়ে গোখরার আস্তানা

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি বাড়ি থেকে ১৪টি বাচ্চা ও ২১টি ডিমের খোলসসহ একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের  কলবাড়ি গ্রামের হরপ্রসাদ মন্ডলের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

হরপ্রসাদ মন্ডল জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) আমাদের এখানে মনসা পূজার আয়োজন করা হয়। ওই দিন প্রথম একটি সাপের বাচ্চা দেখা যায়।

পরদিন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিনটি সাপের বাচ্চা এক সঙ্গে দেখা যায়। সঙ্গে সঙ্গে সাপের বাচ্চা তিনটিকে পিটিয়ে মারা হয়।

এরপর সাপের গতিপথ অনুসরণ করে খোঁজা শুরু করেন তারা। পার্শ্ববর্তী বেদেদের ডেকে ঘরের বেড়া খুলে ফেলে হরপ্রসাদ মন্ডল।

সেখান থেকে একে একে ১৪টি সাপের বাচ্চা ও ২১ টি সাপের ডিমের খোলস পাওয়া যায়।

মা গোখরাটি জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.