Sylhet Today 24 PRINT

রাত ৮টায় জানা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল

নিউজ ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৯

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চূড়ান্ত ফলাফল জানার জন্য রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

এত বলা হয়, মোট পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী। তাম মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ৮৮২ ও মেয়ে পরীক্ষার্থী ২৬ হাজার ৫৩১। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন তারা।

সরকারি ৩৬টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৮১টিসহ ১০৬টি।

রাত ৮টার আগে শিক্ষার্থীরা জানতে পারবেন না কে কোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল। চূড়ান্ত তালিকা প্রণয়নের পর তা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে http://result.dghs.gov.bd/bds/ ক্লিক করে রেজাল্ট জানতে পারবেন। এছাড়া টেলিটকের মাধ্যমেও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানতে পারবেন। এছাড়া সুযোগপ্রাপ্তদের কাছে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.