Sylhet Today 24 PRINT

মার্কেন্টাইল ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাৎ: দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৯

মার্কেন্টাইল ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ী ও ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামে দুদকের এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন ও মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্য্য।

তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬২(খ)/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলা হয়েছে।

পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে অনুমোদনের আগেই ঋণপত্র খুলে ১৪১ কোটি ১৩ লাখ দুই হাজার টাকা আত্মসাৎ এবং অর্থ পাচার করার অভিযোগ করা হয়েছে মামলায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.