Sylhet Today 24 PRINT

হাই কোর্টে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নতুন নয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার। জেলা ও দায়রা জজ পদমর্যাদার চারজন, সুপ্রিম কোর্টের আইনজীবী তিনজন ও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া বিচারকেরা হলেন- জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মোহাম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন (পিআরএল ভোগরত), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, ঢাকার বিশেষ জজ-৫ মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে নয় ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সোমবার নতুন নিয়োগ পাওয়া বিচারকদের শপথ হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.