Sylhet Today 24 PRINT

হাই কোর্টে নতুন ৯ বিচারপতি, শপথ সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ৯ জনকে নিয়োগ দিয়েছে সরকার, যারা জজ আদালতের বিচারক, রাষ্ট্রের আইন কর্মকর্তা পদে অথবা আইন পেশায় নিয়োজিত ছিলেন।  নব নিযুক্ত এ ৯ অতিরিক্ত বিচারপতির শপথ সোমবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

রোববার (২০ অক্টোবর) তাদের শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান। এর আগে সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন, কাজী এবাদত হোসেন, কেএম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, একেএম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে তাদের বিচারিক দায়িত্বভার অর্পণ করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে দুই বছর অতিবাহিত হওয়ার পর কর্মদক্ষতা অনুযায়ী তাদের স্থায়ীভাবে নিয়োগ দেবে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.