Sylhet Today 24 PRINT

শাহজালালে তিন কোটি টাকার সোনা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ছয় কেজি সোনার চালান উদ্ধার করা হয়েছে। জব্দ করা সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের অভিযানে এই চালানটি জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি।

কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সকাল পৌনে আটটার দিকে ৮ নম্বর বোর্ডিং ব্রিজে ওমানের মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের (ফ্লাইট নম্বর- বিজি০২২, সিট নম্বর-২২সি) নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম।

আটক করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.