Sylhet Today 24 PRINT

গণপূর্তের সাবেক প্রকৌশলীসহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৯

গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেসহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ অক্টোবর) এ বিষয়ে পুলিশের বিশেষ শাখায় চিঠি পাঠানো হয়েছে।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এই চিঠি পাঠান। উৎপল কুমার দেকে সম্প্রতি ওএসডি করা হয়েছে।

দুদকের জনসংযোগ শাখা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে রোববার (২৭ অক্টোবর) একটি চিঠিতে ১১ জনের বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক।

১১ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থপাচার, ঠিকাদারি নিয়ন্ত্রণ ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উৎপল দে ছাড়াও অন্য যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন— গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী স্বপন চাকমা, মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী, মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী, মো. রোকন উদ্দিন, সিনিয়র সহকারী মমিতুর রহমান ও সাজ্জাদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.