Sylhet Today 24 PRINT

সেন্টমার্টিন জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি, ৩ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৯

ছবি: আইএসপিআর

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে জাহাজের ধাক্কায় একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে তিন জেলের লাশ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ-বাহিনী। এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী।

বুধবার (৬ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, সেন্ট মার্টিনের অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ট্রলারে ২৪ জন জেলে ছিলেন।

সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলে থাকা নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জেলেকে জীবিত উদ্ধার করে।

খবর পেয়ে অপর একটি নৌবাহিনী জাহাজ দ্রুততার সাথে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবিচ্ছিন্নভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.