Sylhet Today 24 PRINT

৮১টি মাছের দাম ৪০ লাখ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৯

একদিনে লাখপতি হয়ে গেছেন কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দরিদ্র এক জেলে। নাম তার জামাল উদ্দিন। বুধবার ভোরে তার জালে আটকা পড়েছে ৮১টি লাল পোপা। প্রতিটির ওজন ১৭ থেকে ২৫ কেজি। মাছগুলো বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়।

কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ইসহাকসহ কয়েকজন পোপা মাছগুলো কিনে নেন।

মাতারবাড়ির শাইরারডেইল গ্রামের জেলে জামাল উদ্দিন (৪৫) বলেন, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতু্বদিয়া চ্যানেলে তিনি জাল বসান। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোপা লাফালাফি করছে। গণনা করে ৮১টি পোপা পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি ।

জামাল উদ্দিন বলেন, প্রথমে মাছগুলো ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগরসহ কয়েকজন ৪০ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।

পোপা মাছের পটকা খুবই মূল্যবান। প্রতিকেজি শুকনো পটকার দাম ৮০-৯০ হাজার টাকা। পটকা দিয়ে তৈরি হয় সুস্বাদু স্যুপ। হংকং, থাইল্যান্ড, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পোপা মাছের পটকা রপ্তানি হয়।

কুতুবদিয়া ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, লাল পোপা গভীর সমুদ্রের মাছ। কুতুবদিয়া চ্যানেলে এই পোপা মাছ ধরা পড়ার ঘটনায় তোলপাড় চলছে। অন্য জেলেরাও পোপা মাছ ধরতে কুতুবদিয়া চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.