Sylhet Today 24 PRINT

নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাবিতে আন্দোলন অব্যাহত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার চতুর্থ দিনে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

চতুর্থ দিনের মতো শুক্রবার (৮ নভেম্বর) সকালে পুরনো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। চলছে প্রতিবাদী পটচিত্র অঙ্কন। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের।

অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য ড. অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে জাবি ক্যাম্পাস উত্তপ্ত  থাকায় বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের পদত্যাগের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে।

গত মঙ্গলবার উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নারী শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হন।

ওই দিনই আবু সুফিয়ান চঞ্চল পদত্যাগপত্র জমা দেন। তবে খবরটি ফাঁস হয় বৃহস্পতিবার রাতে।

এদিকে শিক্ষার্থীদের অনেকেই হল ছেড়ে যাওয়ায় অনেকটা শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। আন্দোলনের মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে উপাচার্যের বাসভবনের নিরাপত্তা।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে উপাচার্যের মধ্যস্থতায় ছাত্রলীগকে দুই কোটি টাকার আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগে তিন দফা দাবিতে প্রায় তিন মাস আগে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এই আন্দোলন পরে উপাচার্যের অপসারণের এক দফার আন্দোলনে রূপ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.