Sylhet Today 24 PRINT

শিক্ষার্থী নয়, শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাট দেবে: এনবিআর

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের দ্বিতীয় দিনে এ ভ্যাট সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নতুন করে শিক্ষার্থীদের নিকট হতে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

ভ্যাট বাদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পুর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনক্রমেই শিক্ষার্থীদের নয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও এ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোন সুযোগ নাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.