Sylhet Today 24 PRINT

সম্প্রচারের অপেক্ষায় আরও ১১ টেলিভিশন

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বাইরে ১৪টি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে। দেশগুলো হলো ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এছাড়া আইপিটিভির মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশেই বিটিভি দেখার সুযোগ রয়েছে।

জাতীয় সংসদে গতকাল মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সহিদুজ্জামানের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তথ্যমন্ত্রী। টাঙ্গাইলের সংসদ সদস্য আহসানুল ইসলামের (টিটো) আরেক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে ৪৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি। এছাড়া ১১টি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং তিনটি ফ্রিকোয়েন্সি পায়নি।

মন্ত্রীর দেয়া তথ্য থেকে জানা গেছে, সম্প্রচারের অপেক্ষায় থাকা টিভি চ্যানেলগুলো হলো আবদুল্লাহ আল মামুন কৌশিকের চ্যানেল-২১, নুর মোহাম্মদের উৎসব, মোহাম্মদ সাইফুল আলমের রংধনু, ধানাদ ইসলাম দীপ্তের তিতাস, তানভির আবিরের খেলা টিভি, জিনাত চৌধুরীর আমার টিভি, মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, মুহম্মদ শফিকুর রহমানের সিটিজেন টিভি, তানজিয়া সিরাজের প্রাইম টিভি, শীলা ইসলামের স্পাইস টিভি ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের টিভি টুডে।

ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ জানান, সম্প্রচার আইন ২০১৮ (খসড়া) মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ভেটিংয়ের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ আইনের আওতায় সম্প্রচার কমিশন গঠন হলে সোস্যাল ও ইলেকট্রনিক মিডিয়ার সম্প্রচার নিবিড়ভাবে তদারকি করা সম্ভব হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.