Sylhet Today 24 PRINT

ফজলে হাসান আবেদ পেলেন সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৯

ফজলে হাসান আবেদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মনজুর হাসান ওবিই

আউটস্ট্যান্ডিং মেম্বার অব দ্য সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড (ওএমএসএডি) পুরস্কার পেলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অন্তর্ভুক্ত ইন্সটিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ (আইএসএএস) তাকে এ সম্মাননা দিয়েছে।

শুক্রবার রাতে সিঙ্গাপুরের শাংগ্রিলা হোটেলে আয়োজিত গালা ডিনার অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ফজলে হাসান আবেদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মনজুর হাসান ওবিই।

এ সময় আইএসএএসের প্রিন্সিপাল রিসার্চ ফেলো এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ মানপত্র পাঠ করেন।

আয়োজকরা জানিয়েছেন, সাউথ এশিয়ান ডায়াসপোরা কনভেনশন-২০১৯ শীর্ষক দু'দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এই গালা ডিনারটি অনুষ্ঠিত হয়। 'স্পন্দিত দক্ষিণ এশিয়া-উদ্ভাবনশীল অভিবাসী সম্প্রদায়' প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলন আয়োজনে অন্যদের মধ্যে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসও সহায়তা প্রদান করছে।

অনুষ্ঠানে সিঙ্গাপুর সরকার এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ প্রতিনিধি ও ব্যক্তি মালিকানা খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইন্সটিটিউটের চেয়ারম্যান এবং সিঙ্গাপুর সরকারের রাষ্ট্রদূত গোপীনাথ পিল্লাই তার বক্তব্যে বলেন, ফজলে হাসান আবেদের কর্মপ্রচেষ্টা বিশ্বের লাখো মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। সামাজিক উন্নয়নে তার অবদান দক্ষিণ এশিয়ার অভিবাসী সম্প্রদায় শুধু নয়, সমগ্র সমাজের জন্যই অনুপ্রেরণা জুগিয়েছে।

অতীতে এ পুরস্কারে ভূষিতদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুরের সাবেক রাষ্ট্রপতি এস আর নাথান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.