Sylhet Today 24 PRINT

আনসারুল্লাহর প্রধানসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৫

মুক্তমনা ব্লগের প্রধান অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আবুল বাশারসহ তিনজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার বিকেলে ডিবি পুলিশ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অন্য দুই সদস্য হলেন, সংগঠনটির গণমাধ্যম শাখার সদস্য জুলহাশ বিশ্বাস ও জাফরান আল হাসান।

মামলা সূত্রে জানা যায়, মুক্তমনা লেখক অভিজিৎ রায় এবং সিলেটে ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাশকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধানসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রমজান ও নাঈম নামের দুজন অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিল বলে মামলায় বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.