Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সমঝোতায় বাংলাদেশের গুরুত্বারোপ

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৯

রোহিঙ্গার মত মানবিক সঙ্কটের সমাধানের জন্য সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ‘আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য পুনর্মিলন’ বিষয়ক সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় তিনি রাখাইনে একটি শক্তিশালী পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

মোমেন বলেন, রোহিঙ্গা ও মিয়ানমারের বাকি অংশ এবং মিয়ানমার কর্তৃপক্ষের মধ্যে সংলাপের ভিত্তিতে আলোচনা করা উচিৎ।

এসময় তিনি ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তির প্রসঙ্গ উল্লেখ করে সমঝোতার বিভিন্ন সফল মডেলের কথা বলেন।

আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি মিয়ানমারের প্রতি আহ্বান জানান।

স্থায়ী প্রতিনিধি মিয়ানমারের সমাজের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে পুনর্মিলনের মাধ্যমে রাখাইন রাজ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সুরক্ষা কাউন্সিলকেও আহ্বান জানান।

তিনি বলেন, সুরক্ষা কাউন্সিলকে মিয়ানমারের মূল সঙ্কট সমাধানে রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.