Sylhet Today 24 PRINT

রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন পরিবহন নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৯

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ট্রাক ও পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) রাতেই বৈঠকে বসছেন ধর্মঘটে থাকা পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় রাত ৯টায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর)  পরিবহন শ্রমিকরা নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার আপত্তি জানিয়ে ধর্মঘটের ডাক দেন। ঘোষণার পর আজ সকাল থেকে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে বাস চলাচলও বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

সমস্যার সমাধানে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ও মালিকদের একটি বৈঠক হয়। তবে কোনও সমাধান ছাড়াই ওই বৈঠক শেষ হয়। তাই বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় শ্রমিক ও মালিকদের ডেকেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.