Sylhet Today 24 PRINT

দেড় লাখ টাকা পর্যন্ত বিনা প্রশ্নে রেমিটেন্সে ২% প্রণোদনা

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৯

প্রবাসী আয়ের বিপরীতে ২ শতাংশ প্রণোদনা পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জরি করেছে।

১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি পাঠালে কাগজপত্র দাখিলের জন্য আগের চেয়ে আরও দশ দিন সময় পাবেন গ্রাহকরা। পাশাপাশি ২ শতাংশ হারে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে কোনও ধরনের কাগজপত্র লাগবে না।

আগে ১৫০০ মার্কিন ডলার বা সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রা পাঠালে বিনাপ্রশ্নে প্রণোদনার কথা বলা হয়েছিল। এবার প্রবাসীদের বোঝার সুবিধার্থে টাকার পরিমাণ উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, একজন প্রবাসীর রেমিটেন্সের ওপর প্রতিবারে সর্বোচ্চ ১৫০০ মার্কিন ডলার বা সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রা বা টাকায় এক লাখ ৫০ হাজার অর্থের জন্য ২ শতাংশ হারে কোনপ্রকার কাগজপত্র ছাড়া প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া দেড় লাখ টাকা বা দেড় হাজার ডলারের বেশি রেমিটেন্স প্রেরণকারীকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হয়। এতদিন পাঁচ কার্যদিবসের মধ্যে রেমিটেন্স কাগজপত্রাদি দাখিলের সময়সীমা ছিল। এটা বাড়িয়ে ১৫ কার্যদিবস করা হয়েছে।

জানা গেছে, দেড় লাখ টাকার বেশি রেমিটেন্সের নগদ প্রণোদনা পাওয়ার জন্য রেমিটেন্স প্রদানকারী ব্যাংকের শাখায় পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতার দেওয়া নিয়োগপত্রের কপি জমা দিতে হয়। রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ব্যবসায় নিয়োজিত হলে ব্যবসার লাইসেন্স দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.