Sylhet Today 24 PRINT

ঢাকায় বান কি মুন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৯

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। এই সফরে তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করবেন। শনিবার বিকেলে এ অনুষ্ঠান হবে। চলতি বছরে বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর। খবর ইউএনবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বান কি মুন শনিবার সকাল ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি।

গত ৯ জুলাই জলবায়ু বিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে তিনি কক্সবাজার গিয়েছিলেন। এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.