Sylhet Today 24 PRINT

মহেশখালীতে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৯

কক্সবাজারের মহেশখালীতে দ্বিতীয় দফায় ১২ বাহিনীর ৯৬ জন জলদস্যু ভারী অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছে। ইতিমধ্যে তাদের অনুষ্ঠানস্থলে আনা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সকাল ১১টায় মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

এর আগে ২০১৮ সালের ২০ অক্টোবর সশস্ত্র ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করে। এদের মধ্যে রয়েছেন অবৈধ অস্ত্র তৈরির কারিগর, সন্ত্রাসী জলদস্যু, ডাকাত সদস্যরা।

অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে আছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। এছাড়াও সাংসদ, জেলা পরিষদ প্রশাসক, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.