Sylhet Today 24 PRINT

ইলিয়াস কাঞ্চন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন

আদালতের পর্যবেক্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৯

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়ক চাই- নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে একটি প্রতিষ্ঠান হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আদালত। বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় প্রদান করেন।

রায় ঘোষণা শেষে আদালত তার পর্যবেক্ষণে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে বলেন, সড়ক দুর্ঘটনায় আর যেনো কারো প্রাণ না যায়। সড়ক দুর্ঘটনা রোধে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আন্দোলন করতে করতে তিনি নিজেও এখন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তার মতো সড়ক দুর্ঘটনা রোধে সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.