Sylhet Today 24 PRINT

৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

৪ ডিসেম্বর (বুধবার) প্রথমবারের মতো ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, জাতীয় বস্ত্র দিবস-২০১৯ উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও পাট সচিব লোকমান হোসেন মিয়াসহ বস্ত্রখাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজন এ র‌্যালিতে অংশ নেবেন।

এছাড়া আগামী ৯ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে ।

প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.