Sylhet Today 24 PRINT

এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন হুদা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। তদন্তে এই অভিযোগের সত্যতা না মেলায় উল্টো নাজমুল হুদার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান এই তথ্য নিশ্চিত করেন।

এদিন বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মিথ্যা মামলা দায়ের করায় নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪-এর ২৮(গ)(২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

তিনি জানান, তদন্তে নাজমুল হুদার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এসকে সিনহাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে দুদক।

মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ নেওয়ার দাবি করেছিলেন নাজমুল হুদা।

মামলাটি ঢাকা মহানগর আদালতে বিচারাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.