Sylhet Today 24 PRINT

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে হাই কোর্টের আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৯

মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে মৌখিক আদেশ দিয়েছেন হাই কোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আব্দুল মতিন খসরুসহ সিনিয়র আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

এর আগে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাই কোর্ট। এই রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলেন হাই কোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

'জয় বাংলা' কে জাতীয় স্লোগান বা মোটো (মূলমন্ত্র) হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন হাই কোর্টের আইনজীবী বশীর আহমেদ। পরে তিনি নিজেই শুনানি করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বশীর আহমেদ জানান, আদালত আদেশের সময় বলেছেন, 'জয় বাংলা' স্লোগানেই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই স্লোগান দিয়েই জনগণকে একত্র করা হয়েছিল। এ কারণেই আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.