Sylhet Today 24 PRINT

আপিল বিভাগের এজলাস কক্ষে সিসি ক্যামেরা

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এজলাস কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় বিচারকার্য শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিট থেকে দিনের বিচার কাজ শুরু করেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়।

কোর্ট প্রশাসন জানিয়েছে, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়।

এর আগে ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের শুরু করেন। ফলে সেদিন আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যহত হয়।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

গত ৮ ডিসেম্বর আইনজীবী রাশিদা চৌধুরী নিলু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদ্বয়কে একটি আইনি নোটিশ পাঠান। ওই নোটিশ অনুযায়ী, কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.