Sylhet Today 24 PRINT

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

মানব উন্নয়ন সূচক-২০১৯ এ বিশ্বের ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৩৫তম অবস্থানে ওঠে এসেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বুধবার (১১ ডিসেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেশী দেশ মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে উচ্চতর অবস্থানে থাকলেও শ্রীলঙ্কা, ভারত ও ভুটানের চেয়ে নিচে রয়েছে বাংলাদেশ। গত বছরে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মুহাম্মাদ নুরুল আমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ড. হোসেন জিল্লুর রহমান ও ড. ফাহমিদা খাতুন প্রমুখ যৌথভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।

রাজধানীর শের-ই-বাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে চায়। দারিদ্র্যের হার ৪২ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হয়েছে। এতে মনে হচ্ছে, আমরা তা করতে সক্ষম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.