Sylhet Today 24 PRINT

নিম্ন আয়ের মানুষদের রক্ষায় রেশনিং ব্যবস্থা চালুর দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা নিম্ন আয়ের মানুষদের রক্ষায় রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ নির্মল সেন মিলনায়তনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আমিনুল কালাম রুমি। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম। সভা পরিচালনা করে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম।

বক্তারা বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ কৃষক ও শ্রমজীবী। মৌসুমি পণ্যের মূল্যের অস্বাভাবিক উঠা-নামা ও চোরাকারবারি-মজুদদারদের কারসাজিতে বছরের বিভিন্ন সময়ে নিত্যপণ্যের সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মক সংকটের সম্মুখীন হয়। এ দুঃসহ পরিস্থিতি থেকে নিম্ন আয়ের মানুষদের রক্ষায় প্রতিবেশী দেশগুলোর ন্যায় বাংলাদেশেও রেশনিং ব্যবস্থায় ভর্তুকি মূল্যে চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, আটাসহ নিত্যপণ্য সরবরাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম পথিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.