Sylhet Today 24 PRINT

৯ জানুয়ারি শুরু সংসদের শীতকালীন অধিবেশন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৯

আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

সংসদের শীতকালীন এই অধিবেশন ওই দিন বিকেল চারটায় বসবে। এটা হবে নতুন বছরের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের শুরুর দিনে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। ভাষণটি সরকারের মন্ত্রিপরিষদের অনুমোদনে করা হয়ে থাকে। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়ে থাকে।

প্রসঙ্গত, সংসদের পঞ্চম অধিবেশন গত ১৪ নভেম্বর শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

সংসদের আসন্ন অধিবেশন কত দিন চলবে, এ বিষয়ে অধিবেশনের আগে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘শীতকালীন অধিবেশন কত দিন চলবে সেটা এখন বলা যাবে না। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে মার্চের শেষদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের একটি বিশেষ অধিবেশন হবে। এ জন্য আসন্ন অধিবেশন ও বিশেষ অধিবেশনের মাঝে বেশ খানিকটা বিরতি থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.