Sylhet Today 24 PRINT

শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল ৬ ঘন্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৯

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা সবধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

বুধবার (২৫ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত দেড়টা থেকে সকাল সাড়ে সাতটা অবধি শাহজালালে সবধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এতে বাংলোদেশ বিমানের দুটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করেছ। অপরদিকে ইউএসবাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে নেমেছে। এছাড়া শাহজালাল থেকে কুয়েত, সৌদি ও থাইসহ আন্তর্জাতিক আটটি ফ্লাইট মধ্যরাত থেকে সকালের মধ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলে সময় মতো যেতে পারেনি। সকালের দিকে এর মধ্যে দুটি ফ্লাইট ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে সারাদিনই সব ধরনের ফ্লাইট ওঠানামায় শিডিউল বিপর্যয় থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.