Sylhet Today 24 PRINT

পদত্যাগ করে মাহবুব তালুকদারের এসব বলা উচিত ছিল: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে কমিশনার মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মাহবুব তালুকদার যেসব কথা বলেছেন, তা তার পদত্যাগ করে বলা উচিত ছিল। পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গতকাল বুধবার বলেন, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঢাকার দুই সিটি নির্বাচনে তিনি দেখতে চান না। তার অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচনপ্রক্রিয়ার কাছে বন্দী। এ জন্য নির্বাচনপ্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।

নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়েছিল। সংস্কার চলমান প্রক্রিয়া। যুগের চাহিদা অনুযায়ী এটা হতেই পারে।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মাহবুব তালুকদারের বক্তব্য নির্বাচন কমিশনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.