Sylhet Today 24 PRINT

বেআক্কেলের মতো কাম কইরা ফেলছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমি রাজাকারদের তালিকা যাচাই না কইরাই বেআক্কেলের মতো কাম কইরা ফেলছি, এটা বোকামি হয়েছে। আমি দুঃখিত।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমার নাম যদি রাজাকারের তালিকায় আসতো আমি যে কষ্ট পেতাম, আমার সহকর্মী ভাইদের নাম যেখানে এসেছে আমি ঠিক একইভাবে কষ্ট পেয়েছি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গত ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকা প্রকাশের পরই এ নিয়ে দেখা দেয় বিতর্ক। অনেক মুক্তিযোদ্ধার নামও রাজাকারের তালিকায় আসার অভিযোগ ওঠে। পরে অবশ্য বিতর্কের মুখে তা স্থগিত করে মন্ত্রণালয়। অনেকদিন পর হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবার স্বীকার করলেন, বেআক্কেলের মতো রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রক্ষিত তালিকা আর প্রকাশ করা হবে না। এবার নির্ভুলভাবে প্রকাশের জন্য গ্রাম থেকে কমিটির মাধ্যমে তালিকা নেয়া হবে। কারও হুংকারে রাজাকারের তালিকা বন্ধ হবে না বলেও ঘোষণা দেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.