Sylhet Today 24 PRINT

রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, নিরাপত্তা বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামানকে হৃদরোগের কারণে গত ২ ডিসেম্বর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালুকদার মনিরুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে।

তালুকদার মনিরুজ্জামানের জন্ম সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে ১৯৩৮ সালের ১ জুলাই। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে অনার্সে প্রথম শ্রেণি এবং মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি লাভ করেন তিনি। এরপর ১৯৬৩ সালে বৃত্তি নিয়ে চলে যান কানাডায়।

সেখানে পড়াশোনা করেন কুইন্স ইউনিভার্সিটিতে। ১৯৬৬ সালে দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সাত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে ১৯৭৪ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবসর নেন ২০০৬ সালে।

তালুকদার মনিরুজ্জামান ৯টি বই লিখেছেন। ব্যক্তিগত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.