Sylhet Today 24 PRINT

৮ দফা দাবিতে ঢাবির পাঁচ ছাত্রীহলের নারী সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তিসহ আট দফা দাবিতে নারী সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীহলের শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করা হয়।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন কাবেরী গায়েন, মার্জিয়া রহমান, কাজলী শেহেরীন ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

সাদেকা হালিম বলেন, প্রতিদিন আমরা ধর্ষণের খবর মিডিয়ায় দেখতে পাই। কিন্তু আমরা তার সুষ্ঠু বিচার পাই না। ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার জন্য আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজের মনোভাব ও চলমান সংস্কৃতি সমানভাবে দায়ী।

কাবেরী গায়েন বলেন, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীর সাহসের প্রশংসা করতে হয়। তার সাহস, আত্মবিশ্বাস নারী সমাজের জন্য অনুপ্রেরণা। আমাদের বিভক্ত হলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে যেকোনো অপরাধের বিরুদ্ধে জাগতে হবে। অন্যথায়, দাবি আদায় করা সম্ভব নয়।

সামিনা লুৎফা বলেন, দেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ধর্ষণ হচ্ছে। কিন্তু সেগুলো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কখনো ধর্ষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়।

নারী সমাবেশে আট দফা দাবি পেশ করেন কবি সুফিয়া কামাল হলের ভিপি তানজিমা সোমা। দাবিগুলোর মধ্যে রয়েছে-

১) দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২) সব আদালতে নারী নিপীড়নবিরোধী সেল গঠন করে ধর্ষণের মামলার বিচার ১ বছরের মধ্যে করতে হবে।

৩) টিএসসি থেকে সুফিয়া কামাল হল, গণতন্ত্র তোরণ থেকে সমাজকল্যাণ ইনস্টিটিউট পর্যন্ত ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৪) বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিজস্ব ইস্যু নিয়ে আলোচনা করার জন্য চার-পাঁচজন নারী শিক্ষককে উপদেষ্টা নিয়োগ করতে হবে। তারা প্রয়োজনে আইনি সহায়তা দেবেন।

৫) বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যেকোনো আইনি সহায়তার খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।

৬) ক্যাম্পাস থেকে ভবঘুরে, নেশাখোর ও পাগলদের অপসারণ করতে হবে।

৭) ক্যাম্পাসে বাস স্টপেজগুলোর নিরাপত্তা পুনর্বিবেচনা ও ছাত্রীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।

৮) জরুরি প্রয়োজনে অনাবাসিক ছাত্রীদের হলে অবস্থান করতে দিতে হবে।

তানজিমা সোমা জানান, আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যেকোনো সময় তারা আন্দোলনে যেতে প্রস্তুত রয়েছেন।

তিনি এসব দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.