Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী বললে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০২০

প্রধানমন্ত্রী বললে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মন্ত্রীসভা থেকে তার সরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী বলতে পারবেন। তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে বললে আমিও ছেড়ে দেব।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রীসভায় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোনো খবর নেই।

ওবায়দুল কাদের জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনের আগে মন্ত্রীসভায় রদবদল হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, মন্ত্রীসভা রদবদল রুটিন বিষয়, যা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে কোনো রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভাবনা একেবারেই কম।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.