Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব পেয়েছিলাম বলেই স্বাধীনতা পেয়েছি: ড. কামাল

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২০

‘আমরা বঙ্গবন্ধুর মতো অসাধারণ নেতৃত্ব পেয়েছিলাম বলেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি’, এমন মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বলেন, ‘বঙ্গবন্ধুর মতো একজন নেতার সঙ্গে কর্মী হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বাংলার মানুষ তাকে শ্রদ্ধা করবেন। তিনি বাংলাদেশকে স্বাধীন করে জনগণকে দেশের মালিক হিসেবে রেখে গেছেন।‌ তার স্বাক্ষরিত দলিলে লেখা আছে, এ দেশের মালিক জনগণ। আমরা বঙ্গবন্ধুর মতো অসাধারণ নেতৃত্ব পেয়েছিলাম বলেই স্বাধীনতা পেয়েছি।’

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি ৭২' এর না বলা ঘটনাবলির ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা আছে, দেশের মালিক জনগণ। স্বাধীন দেশে স্বৈরাচারের থাকার কোনো অধিকার নাই। বঙ্গবন্ধু কখনো অন্যায়ের ব্যাপারে আপোষ করেননি। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল সংবিধান বাংলাদেশের জাতীয় জাদুঘরে রাখা আছে। প্রত্যেক স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ দলিল দেখানো উচিত। এ স্বাধীন বাংলাদেশে যদি গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে বঙ্গবন্ধুর কথা অমান্য করা হবে’।

তিনি আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমরা খুবই অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তাকে যেন কখনো অমান্য করা না হয়। বঙ্গবন্ধুকে শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও তাকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। আমাদের সংবিধান এবং মৌলিক অধিকারগুলো যেন সবাই অক্ষরে অক্ষরে পালন করতে পারে, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.