Sylhet Today 24 PRINT

শাহজালালে বিমান ওঠানামা বন্ধ ছিল প্রায় ৬ ঘন্টা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল।

রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান।

তিনি বলেন, রোববার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইন্সের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর আর কোনো ফ্লাইট সকাল সোয়া ৯টার আগে ছেড়ে যায়নি। রাত গভীর হতেই বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা সাধারণ ভিজিবিলিটি ১০০ মিটারে নেমে আসে। ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। এ কারণে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।’

ওহিদুর আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট বিজি ০৮৭ ও ০৪৮ কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল। কিন্তু সেটি শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতায় নেমেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৫ মধ্যরাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও যায়নি। ফ্লাইটটি কখন ছেড়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। অপরদিকে সকাল সাতটা থেকে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হলেও সেগুলোর প্রত্যেকটি দেরিতে ছাড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.