Sylhet Today 24 PRINT

৭ ঘন্টা বন্ধ থাকার পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২০

সকাল ১০টার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা নামা স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশায় বিমানবন্দরে ৭ ঘণ্টা সব ধরণের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান।

তিনি বলেন, রাত ৩টার কিছু সময় পর থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট উঠানামা বন্ধ থাকে। এরপর শাহজালাল থেকে সকাল ১০টায় প্রথম ফ্লাইট ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে রাতে সৌদি, কুয়েত, মাস্কাট ও বিভিন্ন দেশের একাধিক ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি।

ওহিদুর আরও বলেন, ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ অনেক ফ্লাইট দেরিতে ছাড়ছে। ফলে সব ধরণের অভ্যন্তরীন ফ্লাইট দেরিতে ছেড়ে যাবে। বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা সাধারণ ভিজিবিলিটি ১০০ মিটারে নেমে আসে। ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান উঠানামা করতে পারে। এ কারণে জন্য সব ফ্লাইট উঠানামা রাখতে হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.