Sylhet Today 24 PRINT

নরেন্দ্র মোদির সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আসা বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।

সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদও এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের আমন্ত্রণ পান।

হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ্য করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।

দুপুরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। এর আগে মঙ্গলবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

বৃহস্পতিবার হায়দরাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে ১৭ জানুয়ারি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দেশে ফেরার কথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.