Sylhet Today 24 PRINT

অঞ্জনার করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২০

সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন ওরফে রাজা সিরাজের বিরুদ্ধে চাঁদা দাবি ও মানহানির মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। চলচ্চিত্র নায়িকা অঞ্জনা সুলতানা তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে আগামি ১৮ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অঞ্জনা অভিযোগ করেন, ২০১৯ সালের ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারণায় বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে নায়িকা অঞ্জনার ছবিও রয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর বাদী আসামির সঙ্গে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামি সিরাজ। টাকা না দিলে আরো গোপন তথ্য ধারাবাহিকভাবে প্রকাশের হুমকি দেন তিনি। এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় বাদীর মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলার আবেদনটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী অঞ্জনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.