Sylhet Today 24 PRINT

জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ছাত্র আন্দোলনের মুখে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে গত বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

একই দিনে ভোট ও পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্রধান রাজনৈতিক দল, প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), শিক্ষক সমিতি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।

বিষয়টি নিয়ে হাই কোর্টেও রিট হয়েছিল। তবে হাই কোর্ট ১৪ জানুয়ারি এই রিট খারিজ করে বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।

এর পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন।

এদিকে শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরস্বতী পূজার জন্য ঢাকা সিটি ভোটের তারিখ পরিবর্তন হলে তার দল কোনো আপত্তি জানাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.